বন্দী তুমি খাঁচার ঘরে,
বন গন্ধ ভুলে
মন পাখিটা বন্দী ঘরে
বুকে আগুন জ্বলে।
খাঁচার বাঁধন খুলে দিলে
দেখতে পাবে আকাশ
আমি তখন উড়াল দেব
হয়ে ঝড়ো বাতাস।
সুখি বালিস রাতের বেলায়
চোখের জলে ভিজে,
ভোরের আলোয় দেখব তোমায়
বন ফুলের সাজে।
ঘুমের ঘোরের স্বপ্ন গুলো
বাতাস হয়ে ছুটে,
আকাশ ছুঁয়ে স্বপ্ন এখন
তারার ফুল ফোটে।
চোখের জল বাষ্প হয়ে
মেঘের দেশে ভাসে,
মনটা তখন গুমরে উঠে
তোমায় ভালোবেসে।