মন খারাপের বিকাল বেলায়
সন্ধ্যা এলো নেমে,
ফুঁপিয়ে কাঁদে তোমার ব্যাথা
বন্দি নীল খামে।
কমলা রঙের ঠোঁটের মাঝে
চাঁদের হাসি ঝরে,
তোমার ছুঁয়ে স্বপ্ন এখন
নতুন কিছু গড়ে।
তোমার ডাকে মন পাখিটা
পেখম তুলে আজ
মনের সঙে মনের মিতা
করবে মনে রাজ।
তোমার খোঁপায় দেখি আমি
টগর বেলি জুঁই
হৃদয় আমার উথলে ওঠে
স্বপ্নে তোমায় ছুঁই।
কচি পাতার রঙে রাঙা
তোমার শাড়ির আঁচল,
মন কেমনের বিকাল বেলায়
বাজে ফাগের মাদল।
তোমার বেণী লুটিয়ে পড়ুক
আমার দুখী বুকে,
স্বপ্ন দেখি নতুন করে
তোমার হরিন চোখে।
আজকে কবির জন্মদিনে
মিলে দিলাম ডানা,
উড়বো বলে সাধ হয়েছে
কে করবে মানা?