শপথ
নদী ভাঙছে পাহাড়
কাটছে তার খাদ
লোভের জিভ চাটছে তোমার
শরীর
হচ্ছে গভীর রাত।
ঝরছে তোমার অহংকারের ঘাম
স্রোতের সঙে যাচ্ছে ভেসে
শুকনো ঝরা পাতা,
পড়ছে ভেঙে অহংকারী ঢাল।
নরম মাটি ভাঙছে বেশি
কঠিন শিলা দিচ্ছে বাধা,
বাঁকের যন্ত্রণায় নদী খোঁজে
নতুন করে পথ।
মাটির মেদ ভাঙবে সে আজ
নিয়েছে সে যে সাগর ভরার
শপথ।