যন্ত্রণার যাঁতা কলে
সময় পিষে পিষে,
ফুরিয়ে যায় সময় এখন
আমার নিঃশ্বাসে।
ঘুরছে যত পৃথিবীটা
হচ্ছে তত বুড়ো,
লক লকে লোভের জিভ,
চাটছে ভোগের চুড়ো।
পৃথিবীটা আজও ঘোরে
কক্ষ ধরে ধরে,
কক্ষচ্যুত হলে তুমি
যাবে ছিটকে পড়ে।
বিষের বায়ু বইছে এখন
ঝড়ের মতো ধেয়ে,
সুখের হিসাব করছি আমি
দুঃখের শরীর ছুঁয়ে।
পৃথিবীটা ঘুরছে বলেই
আঁধার নিগড়ে আলো,
যন্ত্রণাতে স্বপ্ন আছে
দুঃখের সঙে ভালো।