আমি  ফুল
প্রতি প্রভাতে সুঘ্রাণে ভরাই চারিদিক,
আমি ফুল
ধরিত্রী মাঝে সৌন্দর্যতার আমি এক মহা প্রতীক ।
আমি ফুল
আমি নই মোটেও নিষ্প্রাণ,
আমি ফুল
কষ্টকে রাখি সবার অক্ষি গোচরে পরের মুগ্ধতায় নিজ প্রান সাদরে করি দান  ।
আমি ফুল  
মানবের ব্যর্থতায় চরন তলে
বার বার হয়েছি নিষ্পেষিত,
আমি ফুল
তবু সকল সব দুঃখ ভুলে
সৌন্দর্যের দ্বার করেছি উন্মোচিত  ।


করেছ যত আঘাত রাখিনি মনে,
মহৎ যত উৎসব উৎযাপনে ,
নিজ যৌবন বিলিয়েছি বিনা স্বার্থে না চেয়ে প্রতিদান,
কষ্টে বুক ফেটে যায় তখনই,
যখন মানব চরন তলে হই বলিদান  ।