জগত মাঝ
মানব সৃষ্টির মহা তাজ
বিবেকের অধিকারী,
সর্বদা দেখি
কি সব একি
মানব হৃদ ভরা অসৎ কারবারি ।


লোক সমাজে কুড়াতে সম্মান
লোক দেখাতে কত কি আয়োজন,
হৃদ মাঝেতে সর্বদা বহমান স্বার্থের মহা টান ;
নাম চেতাতে ব‍্যস্ত সদয়
তলে তলে ঠিকই নেয় মিটিয়ে নিজ শত সহস্র প্রয়োজন।