বাড়ে স্পন্দন
তোমারই ইষৎ দর্শনে,
ওঠে শিহরণ বুক ধুকপুক!
দুরে গেলেও ভাসো  হৃদ দর্পনে ।
কোন মোহ মায়া ভরা তোমার ঐ অবয়ব ।।


কোন স্রোতে
ভেসে চলি অবিরাম,
তোয়াক্কার বাধ চূর্ণ করি
জড়িয়েছো একোন অদৃশ্য লাগাম ।
দিব‍্যি ছুটি তোমার পিছে যেন তুমি এ জীবনের সব।


তুমি
যেই আড়াল হলে,
শান্ত হলো তেজ স্পন্দন
টগবগে দেহ ক্লান্ত তৃষ্ণার আদলে ।
ঘন নীরদের তলে ঢাকা পড়ে প্রদিপ আশার,


বুঝিনা  
কিসের এত তৃষ্ণা,
কোন অতৃপ্ত আকাঙ্ক্ষায়
বারে বার মন করে বিমূর্ত ছলনা।
তৃষ্ণার মানে বুঝিনা, অতৃপ্তির নাকি ভালোবাসার ।