ফিলিস্তিন,  ফিলিস্তিন, ফিলিস্তিন

প্রতিটা প্রভাতে রক্তের ঘ্রান,
প্রতি মুহূর্তে ঝরছে নিষ্পাপ প্রান ;
জীবন দিয়ে লড়ছে বাচাতে খোদার প্রিয় জমিন,
ফিলিস্তিন,  ফিলিস্তিন, ফিলিস্তিন
চেয়ে দেখ ঐ আকসার তরে লড়ছে ফিলিস্তিন  ।


হেথায় শিশুরাও আজ কান্না গিয়েছে ভুলে
খেলার বয়সে প্রতিশোধী মশাল হস্তে নিয়েছে তুলে ।
শহীদি চেতনা বুকেতে নিয়ে
রণভূমিতে বজ্র কন্ঠে হাকছে সারাদিন !
ফিলিস্তিন,  ফিলিস্তিন, ফিলিস্তিন
চেয়ে দেখ ওই দ্বিনের তরে লড়ছে ফিলিস্তিন  ।


গোলাবারুদ আর বোমার আঘাতে
রক্তে রঞ্চিত বিদ্ধস্ত ঐ গাজাতে
যায় শোনা যায় নারী ও শিশুর আত্মের চিৎকার ,
তবুও জালিমের কাছে নত করেনি মাথা
হুংকার ছেড়ে বলছে দেখ আল্লাহু আকবার।


ঈমানি যুদ্ধে সামিল হতে
ফিলিস্তিনের এই দুর্দিনে জাগো বিশ্ব মুসলিমিন,
ফিলিস্তিন,  ফিলিস্তিন, ফিলিস্তিন  ।