প্রভাত কালে নিদ্রা হতে
  চক্ষু মেলিবার পরে,
সকল কর্ম রাখিয়া প্রথমে
  মোবাইল ফোনটা হাতে ধরে।
তার পরেতে শুরু যে হয়
    দিনের প্রথম কর্ম-
স্টেটাস আর রিয়াক্ট দিতে দিতে
   তুলে ফেলে হাতের চর্ম।
সেটার পরে ফোনটি রেখে
   করিয়া নাস্তা পানি,
পোলাপান গুলো সব' ধরে এমন রুপ "
  যেন ভিন গ্রহের প্রানি।
আলতু ফালতু গান বাজাইয়া
  করে তারা কতো নৃত্য-
শোনা যায় আবার এই পাগলামির নাকি
  লক্ষ্ কোটি ভক্ত !
ভাইরাল আর সেলিব্রেটির জন্য
  করে নানান অপকর্ম,
ভুলে যায় ওরা সামাজিক বাধা
   নিয়ম নীতি আর ধর্ম।
যুব সমাজের এই অবনতির
  জন্য যেটি দায়ী-
শিক্ষার অভাব আর যখন থেকে
   স্মার্টফোন হয়ে গেছে সাশ্রয়ী।