আমি আজ কোথায়? মর্ত্য নাকি নরকে?
বুঝিবার মতো জ্ঞান হয়তো আমার এখোনো হয়ে উঠেনি!
তবুও শত প্রশ্ন জাগে, আমি আজ কোথায়?
আজ গোটা সমাজটাই সভ‍্যতার নামে মেতে উঠেছে
নির্লজ্জ, বেহায়াপনার খেলায়;
কোথাও নেই একটু খানি সুস্থ সাংস্কৃতির ছাপ,
যেখানেই যাই যেদিকেই তাকাই পাপাচারে পূর্ণ দরিদ্র অসহায় আজ নির্মমতায় কুপকাত ।
কেন?
আজ নেত্রীরাও দুর্নীতির শীর্ষে পৌঁছে গেছে,
সুশাসনের নামে তারা নিরীহ জনতার রক্ত শুষে খাচ্ছে ।
তাদের আটকানোর কেউ নেই!
তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার কেউ নেই!
আর কে বা করবে প‍্রতিবাদ?
প্রতিবাদমুখর সকল জনতা আজ নির্যাতিত, নিষ্পেশিত, মাথা উচু করে দাড়ানোর ক্ষমতা নেই কারো ।
আজ ক্ষমতা আর দাম্ভিকতার লড়াইয়ে পৃষ্ট জনতা হচ্ছে খালি শত মায়ের কোল,
দয়া মায়ার লেশমাত্র নেই কারো অন্তরে যেন পাথরের গড়া দেয়াল ।


কিভাবে হবে এই নিশংসতার প্রতিকার?


বিচারকও আজ টাকার গোলাম কম্পিত পাতি নেতার ভয়ে ,
নির্দোষ খাটিতেছে জেল অথচ নেতার দালাল ঘুরছে লোকালয়ে ।


আজ শিক্ষা প্রতিষ্টানে নেই শিক্ষা চলিতেছে সেথায়ও ব‍্যবসা,
শিক্ষার অভাবে ভূগছে জাতি! তাইতো ভবিষ্যৎ তাদের ঝাপসা ।


আমরা নাকি স্বাধীন জাতি?
কিন্তু কোথাও আজ স্বাধীনতার গন্ধ নেই!
আমরা স্বাধীন হয়েও পরাধীনতার গভীর অতলে নিমজ্জিত;
যেথায় নেই জীবনের মূল্য!
অনাহারে কাটে শত মানুষের দিন,
আজ শোষক, লুন্ঠন কারিরা আরামে থাকে ঘুমাইয়া
তবে কেমনে বলি মোরা স্বাধীন?
অনাকাঙ্খিত সহস্রাধিক প্রশ্ন প্রতিক্ষনে মোর হৃদয়কে কুরে কুরে খায়!
তবুও ক্ষতের সেই ব‍্যাথার আড়ালে মনে প্রশ্ন জাগে!
আমি আজ কোথায়?


***০১/০৬/২২