আর কি হবে দেখা ?
আর কি পারবো তোমাতে মিশে যেতে রজনীগন্ধার মন মাতানো ঘ্রাণের মতো ?
আবার কী হবে কখনো আলাপন তোমাতে আমাতে সেই জোসনা ভরা নদীর তটে !
যেথায় জোসনা রাশি নদীর জলে মিশে গিয়ে করতো খেলা,
মুক্তমালার মতো চকমকিয়ে উঠতো এ মন  হৃদয় মাজে লাগতো দোলা ।


তব কোমল হাতের সেই স্পর্শ কাতর অনুভুতি,
জানিনা আর মিলবে কিনা কপালে
তবুও পাওয়ার লাগি সর্বক্ষনে জানাইবো আকুতি  ।


সেদিন যে চলে গেলে বিদায়ের বানী শুনিয়ে,
এটা কি আমার মায়া ত্যাগের শেষ বানী ?
আর কী ফিরে আসবেনা তুমি আমার বুকে পাজরে জড়াবেনা কভু আমায় !
আগে কতবার নিয়েছিলে বিদায়  তবুও এসেছিলে আমাতে ফিরে ,
তবে আজ তোমার বানীতে কেন শঙ্কার আভাস;
যেমন তুষের আগুন চেপে রাখা স্বত্বেও ধিরে ধিরে হয় প্রকাশ  ।


হয়তো অন্য কাউকে লেগেছে আমার থেকে ভালো,
তাই নিঃসঙ্গতায় ভরায়ে মোরে
মনটা সপেছ অন্যের তরে,
আমার জীবন করিয়া আধার তার জীবন করিলে আলো ।


জানি তুমি চলে গেছ
আসবে কী আর ফিরে ?
অপেক্ষেয়মান তবু রইবো তোমার লাগি চির চেনা ওই নদীর তীরে  ।