আজ বড্ড মনে পড়ে যায়,
অন্তর চক্ষু রাখি যখন স্মৃতির পাতায়,
মনে পড়ে সেই মধুমাখা শৈশবের দিন গুলো !
সমবয়সীরা মিলে যখনই সবাই;
মাখিতাম মাঠের লোনা ধুলো ।


লুকোচুরি, কানামাছি,গোল্লাছুট সহ
খেলিতাম বাহারি কত সব খেলা,
বর্ষার দিনে কাদাজলে সবে কাটিয়ে দিতাম বেলা।


স্কুল পালিয়ে বন বাদাড়ে
পাখির ছানার ঘোর তলবে ঘুরিতাম কত খানে;
ভোকাট্টার স্বরে মাতিতাম সবে
কাকে হারিয়ে কে জয়ী হবে,
বিকেল হইলে উড়াইতাম ঘুড়ি চাহিয়া আকাশ পানে।
সহস্র মধুর স্মৃতির আদলে
শৈশব যেন ছিল মোড়ানো রঙিন চাদরে,
এই মন বারে বার
সেই মধুর স্মৃতিদ্বয় চায় যে ফিরে পেতে !
মোর যত চাওয়ার মাঝে প্রধান চাওয়া
চাই শৈশবে ফিরে যেতে  ।