রিম ঝিম ধ্বনিতে ঝর ঝর বৃষ্টি,
জাগায় শীতল অনুভূতি প্রভুর কী দারুন সৃষ্টি ।
বৃষ্টির আগমনে প্রকৃতির সতেজতা বেড়ে যায়;
পানিতে ভরে যায় খাল বীল জলাশয় ।


বজ্রের আলোতে হয় আলোকিত চারিদিক,
শব্দের প্রকটতায় বুক করে ধুকপুক ।
কৃষকের চেহারায় ফোটে স্বস্তির ছাপ "
যায় ঘুচে দুঃখ - মিটে যায় পানির অভাব ।


           "(সংক্ষিপ্ত)"
====================@@
তারিখ : ২১-৭-২০২২
স্থান : পাথরখালী, কয়রা, খুলনা ।