কাব্য ক্ষুধা মিটে নারে সহস্র পুস্তক ঘেটে,
কাব্যিক ক্ষুধা যায় মিটিয়া !
একটি দৈব বাক্য পাঠে  ।


যে বাক্য মহত্বের মহা সম্ভার
যে বাক্যের মর্মার্থের আদলে ঘুচায় অজ্ঞাতসার ।
যে বাক্যের পাঠে ঘোর অনীহা যায় হয়ে দূরীভূত,
যে বাক্যের কণায় কণায় সমাদৃত বহু জ্ঞান মিশ্রিত ।
যে বাক্যের পাঠ শ্রবনে,
বিবেক বোধ জাগে শ্রোতার মনে,
খুলে যায় কুলুশীত অন্তরের অজ্ঞাতবোধের দ্বার ,
জানো নাকি কেউ !
আছে কোথায় সেই বাক্যের সমাহার  ।


**** বি.দ্র. : এখানে মহাগ্রন্থ আল কুরআনের মহীমান্বিত বানী বা বাক্যের কথা উল্লেখ করা  হয়েছে  । যেই বানী মহত্বের মাধুরীতে ভরপুর ।