তোমার তরে সপেছি এ প্রান
     কবুল তুমি করে নাও ,
তোমার প্রেমের ফুলে গেথেছি মালা
    তোমার আপন করে নাও  ।


হে প্রভু তুমি সুবহান  
তুমি যে রাহিম রহমান - (২)


ছন্দের তালে তালে তোমার নামের সুরে
   লিখে যায় শত গান কত কবি ,
রক্তিম আভাতে তোমার ইশারাতে
    আলোকিত করে ধরা প্রভাতী রবি ।


তোমার হুকুম বিনা
স্তব্দ হবে সারা জাহান ,
তুমি যে রাহিম রহমান  
ওগো প্রভু তুমি সুবহান ।


আযানের সুরে সুরে তোমার নামের ধ্বনি  
    প্রশান্ত করে দেয় প্রতিটি হৃদয়
তোমারই আদেশ জায়নামাজেতে
    নত করে সবে মাথা প্রতি সিজদায়  ।


ওগো প্রভু সুবহান  
তাই গেয়ে যাই তোমারই গান  
তুমি রাহিম রহমান ।