সুভাশীত ভোর হয় ফুলের ঘ্রাণে
শুনি যে তোমার নাম পাখির গানে,
পূব আকাশের ওই সোনালী রবি (²)
করে তোমারই  ইশারায়  ধরা আলোকিত ময় -
ইয়া রাহিম, ইয়া রহমান -
ইয়া মালিক, তুমি সুবহান (²)।


পাহাড়ের বুক চিরে ঝর্ণা ধারা
হবেনা কভু সেজে গতি হারা ।
প্রবাহ মান ঐ নদীর স্রোতে (²)
কলো কলরবে শুনি তোমারি গান ।
ইয়া রাহিম, ইয়া রহমান -
ইয়া মালিক, তুমি সুবহান ।


বৃষ্টি ভেজা ঐ জোছনা রাতে
হিমেল হাওয়ার স্নিগ্ধ ছোয়ায় ,
মাখলুকাতের প্রান যায় জুড়িয়ে
প্রভু তোমার দেয়া রহম ধারায়


সৃষ্টি তামাম তাইতো তোমার নামে গেয়ে যায় গান ।
ইয়া রাহিম, ইয়া রহমান
ইয়া মালিক, তুমি সুবহান ।