প্রিয়তমা
হবে কী তুমি আমার ?
হতাশার আদলে ঢাকা এই জীবনকে দিবে কি ভরিয়ে সুখের রং তুলিতে রাঙিয়ে !
বাধিব প্রেমের মহল করিব নতুন জীবনের সুচনা তোমায় সঙ্গে নিয়ে ।


আমার যদি হও,
ওই কৃষ্ণচূড়ার মগডালের ফুলটা
তোমাকে এনে দেব যেটা তুমি চাইবে !
বৃষ্টির দিনে আমি ছাতা হবো
ভিজতে দেবনা তোমাকে
তুমি শুধু আমার সাথেই হাটবে  ।


গাথিবো বিনুনি তোমার দৈর্ঘ্য নিবিড় অসিত কেশে,
যাবো হারিয়ে তোমায় নিয়ে স্পর্শ কাতর দেশে ।
শত অভিমানে তোমার রাগ ভাঙাতে
হইবো এক কথাতেই রাজী !
তোমার জন্যে হবো হাস্যরসিক হবো প্রেমের কবি ।


তোমার জন্য আনবো কিনে তোমার প্রিয় শাড়ী চুড়ি,
প্রসাধনীতে সাজিয়ে তোমায় বানাবো মিষ্টি পরী ।
আলতার রঙে দিব রাঙিয়ে তোমার ঐ দুটি চরণ;
দুজনে মিলে যাব দর্শনে ধবধবে সাদা কাশবন ।


ঘুম পাড়ানি গান শুনাবো তোমায় !
ঘুমাবে তুমি আমার বুকেতে মাথা রেখে ,
সর্ব নিশি দিব কাটিয়ে তোমার রূপের মাধুরী দেখে।


এমন হাজারো ইচ্ছে জমা হৃদয় গহীনে
প্রিয় তোমারই জন্য!
স্বপ্নের রানী হও যদি তুমি হব আমি বড় ধন্য ।