অনেক কথা বলা বাকী প্রিয় তোমারই তরে,
গ্লানিমাখা বিষাদের অনুভবে ভরে সারা দেহ
তুমি বিনা এই একা প্রেম সরবরে  ।


সজ্জিত থরে থরে  
বলিব তোমার তরে
জমা আছে এ অন্তরে
প্রেমের নিবেদনে ঠাসা বাক্যের রথ ,


হাতেতে হাত রেখে
তব অবয়বে চেয়ে থেকে
অতিক্রম করিব দুজনা গোধূলির
ধুলোয় ভরা সেই পথ ।


পুর্নিমার ঐ রজনীতে
রজনীগন্ধার সুবাসেতে
মোহিত হব দুজনাতে জোসনার স্নীগ্ধ মায়াজালে,


মায়ার সে অকপটে
মোর সর্বস্ব দেব সপে  
ব্যস্ততার বেড়াজাল করিয়া ছিন্ন
তোমাতে মিশে গিয়ে যাব সব ভুলে ।


নদীর বহমান ধারা যদি তুমি হও ওগো,
মৃদু ঢেউ হয়ে আলিঙ্গনে তোমাতে মিশে যাব ।


তোমার দেয়া লৌহাঘাতে বারে বার
ভেঙ্গে ছিন্ন ভিন্ন হবো,
চন্ডিদাশের মতো তবুও তোমায় ভালো বেসে যাব ।