জন্ম দিলেই কী পিতা হয় ?
পিতৃত্বই কী পিতার আসল পরিচয় ?


তোমরা কেমনে বলিবে তাকে পিতা !
যে স্বার্থ লোভী নিশংসতায় মত্ব থাকে সদা ।


যে স্বীয় সন্তানের শঙ্কা বানীতে
   খুশিতে দুহাতে তালি বাজায়,
নিজ কর্মতেও করে সন্তানের ক্ষতি
  বলো তবে কেমনে পিতা বলি তাহায় ।


এমনও অনেক পিতা রহিয়াছে
   ধরিত্রীর বুক মাঝে,
সন্তানের লাগি ধরতে জীবন বাজী
   প্রস্তুত সদা সকাল সাঝে ।


তাহাদের মতো না পারিলেও
   চায় না নিজ সন্তানের ক্ষতি কেউ কভু,
সচেষ্ঠ্য থাকে দিবা নিশি
   সন্তানের মঙ্গল কামনার্থে ।


যাহার ভিতরেতে সন্তানের মৌলিক দায়িত্বের
   নেই এক ফোটা গুন,
পিতা তাহাকে কেমনে বলিবো  
   করিবো কি করে সম্মান  ।