পূর্ব গগনে রক্তিম সূর্যের উদিয়মান
    প্রভাত ফেরির প্রান্তরে,
একুশ তুমি থাকিবে মিশিয়া
   সকল বাঙালী জাতির অন্তরে ।


শ্রদ্ধাঞ্জলি হাতেতে নিয়ে শ্রদ্ধার বানী পাঠ করিয়া ;
ব‍্যাথায় জর্জরিত বাঙালি শোকে হয় পাথর যায়
ভাষা শহিদের স্বরনে কাদিয়া


মাতৃভাষার লাগিয়া দিয়াছ হে শহীদ
   তোমরা যাহারা প্রান,
লক্ষ কোটি সালাম সপিলেও
  হইবে না তোমাদের রক্তের যথাযথ সম্মান ।


আজ ভাষা শহীদের বিকৃত কারী যত
  কুলাংগার সৃষ্ট হয়েছে সমাজের অভ‍্যন্তরে
শক্তি সাহসে রোধীতে না পারিলে
  করিব ঘৃণা অন্তরে।


-- ব‍্যাস্ততার কারনে যথা সময়ে উপস্থাপন করতে পারিনি । যার জন‍‍্য এত দেরী ।


তারিখ : ১৮/০২/২০২২