এক টুকরা নিখাদ ভালোবাসার তলবে বেরিয়েছি,
পাইনি তো তাকে খুজে কেবলই
হোচটের আঘাতে কাতর হয়ে পড়েছি ।
বোঝার বাকী নেই নিখাদ ভালোবাসা নিলকান্ত মনির মতো দূর্লভ,
কুড়িয়ে যেগুলো পেয়েছি তাহার আড়ালে লুকায়িত স্বার্থ লোভ ও বৈভব ।


জননির থেকে পাওয়া
না চাইতেও যায় লওয়া,
বিত্ত, স্বার্থ বিহীন,
সন্তানের তরে নিজ জীবন করে দেয় বিলীন ।


মাতার মতো ভালোবাসা যদি থাকতো সব অন্তরে,
পৃথিবী হতো স্বর্গ স্বরূপ ভরতো সমাদরে ।