বিচিত্র শব্দ চয়নে,
নতুনত্ব ঘেরা কিছু কাব‍্যিকতার রচনে
মনোযোগ নাহি বসে কারণে অকারণে,


কেমনে বসিবে ?


দেয়াল হইয়া রুদ্ধ করে সব মোর আবেগি মন;
আলসেয়ামির অনুভূতি জাগিয়ে!
কর্ম বিমুখতার দিকে দেয় মোরে ঠেলে,
চঞ্চলতার বোধ সৃষ্টি যে করে অন্তরে সারাক্ষণ ।
আবেগি মন !
এ কেমন অচেনা মায়া "
নাকি এটা শুধুই উঠতি যৌবনের তাড়না ?
বোধগম্য হয়না কিছুই সবই যে অজানা ।
সর্ব অঙ্গে ওঠে শিহরণ,
যেন নতুন কোনো স্বাদ পেতে চায় মন;
তাইতো এ মন থাকেনা ঘরেতে - ছুটিয়া বেড়ায় দুর দুরান্তে!
অচেনা সেই স্বাদ গ্রহনের মোহে অস্থির প্রতিক্ষন,
নতুন কোনো খাদ্যের স্বাদ,
নাকি নতুন কোনো ভ্রমণের স্বাদ,
নাকি?
নতুন কোনো রমনীর প্রেমের স্বাদ গ্রহনে করে মোরে জ্বালাতন;
প্রশ্ন থেকেই যায় ?
তাইতো প্রতিক্ষন,
নতুনত্ব কিছু রচনের মাঝে বাধা হয়ে দাড়ায়,
মোর এই আবেগি মন ।