ঝাপসা চোখের অস্পর্শতায়,
  ভাবান্বিত মস্তিষ্কের প্রতিটা রন্ধ্র;
তরান্বিত শত আবেগী ইন্দ্রিয়
   অন্য অঙ্গ হলো স্তব্দ ।


ক্ষণে,ক্ষণে শুধু - ছুটে যায় মন ছাড়িয়ে মরু ধু ধু,
   বেড়ে যায় অজানা চাওয়া  !


বুঝিনা আমি প্রশ্ন সারাক্ষন কী সেই অজানা চাওয়া ?


জানিনা আমি কী সেই অজানা চাওয়া করি যে সারাক্ষন তাহার খোজ ?
হৃদয় তোলপাড়, সেই অস্পর্শতার পরিচয় খুজি রোজ !