আমার সত্বায় লুকায়িত সকল চাঞ্চল্যতা হয়েছে দূর
আজ আমি হয়ে গেছি শান্ত,
জীবন সংগ্রামে নিপতিত হয়েই
হয়ে গেছি বড্ড ক্লান্ত,


স্বজন বিহীন হৃদ দহনে হয়
ভারাক্রান্ত সারা দেহ !
অচেনা শহরে স্বজনপ্রীতি দেখিয়ে
টানে না তো কাছে কেহ ।


কোলাহলে পূর্ণ এ শহরে ব্যস্ত
সবে নিজ নিজ কাজে,  
দেখেনা নিঃসঙ্গতার চাহনি কেহ
হৃদ যন্ত্রণা কেউ কভু নাহি বোঝে ।


তাইতো আজ মনে পড়ে যায়, সেই কাটানো সময়,
স্বজন সঙ্গ দ্বারা ,
নিয়তির কী নির্মম পরিহাস
আজ স্বজন থেকেও স্বজন হারা ।