ওহে মানবতা
লুকিয়ে রহিয়াছ কোন অতল গহব্বরে ?
ঘোর তপস্যাতেও হেনু রূপ দর্শন মেলা ভার,
রাখিয়াছ কোন লৌহ শৃঙ্খলে নিজকে আবদ্ধ করে  ।
হে মানবতা,
তব দিপ্ত লোচনে চেয়ে দেখ নির্মমতার এ খেলা;
কী করুন চাহনী সেই অবলা শিশুর,
গোলা বারুদের আঘাতে বিদ্ধস্ত সারা শহর ।
সন্তান হারা দুঃখীনি মায়ের সেই হাহাকার  আর্তনাদ,
তাহাদের আর্ত চিৎকারে ভরিছে আকাশ বাতাস
বোমার আঘাতে বিদ্ধস্ত যাদের উড়িয়া গিয়েছে
দুটি চরন অথবা হাত ।
এসবের কিছুই তোমার অক্ষি গোচরে আসে না ?
নাকি রাখিয়াছ বাধিয়া কালো কাপড়ের টুকরোতে তব চক্ষু  ?
আহাজারিতে ভরিছে দেখ ফিলিস্তিনের ভূত্বক,
নিশংসতা করিছে প্রকাশ দেখ ঐ ইসরাইলি শাসক ।
সিরিয়ার সেই হৃদ নিংড়ানো রক্ত মাখা
নিষ্পাপ শিশুর মুখের সেই অকুতোভয় বানী
" আমি ঈশ্বরে সব বলে দেব "


তাদের কী দোষ বলো ?
যে নিষ্পাপ তাজা প্রান গুলো ,
যাচ্ছে ঝরে জালিমের অত্যাচারে ।
যে শিশু বুক ফুলিয়ে চলবে মাঠে ঘাটে,
তারাই দেখ আজ বোমা - রাইফেল এর ভয়ে লুকিয়ে হাত তুলে প্রভুকে ডাকে  ।


ওহে বিশ্ব মানবতা
তবুও কী তোমার দিপ্ত লোচন মেলিবার ক্ষণ   আসেনি ?