এমন সত্বা আছে কী কোথাও ?
পাইলে জানাইয়ো আমায়,
অহিংস আকাঙ্ক্ষা ব্যতিত যে আত্মা
তাহাকে আমি চাই ।
উচ্চ পাহারায় দৃঢ় সিন্দুকে
পরম যত্নে রাখিব তাহায়  ।


আমি এমন একটা সত্বা চাই ,
যাহার অন্তরে জ্বলে ন্যায়ের প্রিদিম
সহে না কোনো অন্যায় ।


পাবেনা এমন সত্বা !
গগন, ভূ ও পাতাল  তলে,
চেয়ে দেখ সব পশুত্ব ভাব
মুখোশের অন্তরালে  ।
কু কৃতীতে ভরা মানব হৃদয় সব কু বিদ্যানুরাগী,
খুজে মেলা ভার সু জ্ঞান সন্ধানি
ফুলেল হৃদয়া ত্যাগি ।


লোক দেখাতেই সাহায্যার্থী
পরিচিত হতে পরসেবায়,
দু টাকার ধন বিলিয়ে নেয় লুটে লক্ষ টাকা
পায় জনদরদিতার পরিচয়  ।
কলম জ্ঞানকে পুজি করে দেখ  
রক্ত ঘাম ঝরায় কত জনতার ,
এদের চেয়ে শ্রেয় হিংস্র বন্য পশু চারপায়ী জানোয়ার  ।


বন্য পশুরাতো হিংস্র ভাব দেখায় খাদ্য অন্বেষণে,
মানব এখন দাম্ভিকতায় সেরা
উদ্ভাবনী চতনায় ধংসাত্বক অনু পরমানাস্ত্র
সৃজিছে শ্রেষ্ঠত্ব অর্জনের তরে ।


সর্ব আত্মা আজ অবক্ষয়ী প্রায়  
অপকর্মে গেছে মিশে,
অহিংস আকাঙ্ক্ষা ব্যতিত আত্মা
এখন যাবেনা পাওয়া সমগ্র ধরা খুজে ।