ওহে নারী নর
ধরিত্রী মাঝে আসিয়াছ তুমি সৃজিতে প্রেমের দ্বার,
যে প্রেমের অন্ত নেই,
নিরান্তন সেই প্রেমে সপে দাও তোমায়!


যে প্রেমেতে মন মজিলে
মিলিবে শান্তি ইহকাল ও পরকালে;
যেই প্রেমেতে গাথিলে মালা
দূর হবে অনন্ত জ্বালা !
দুই দিনের এই পান্থশালা
হইবে সুখ ময় ।


ওই প্রেমে মজে দেখ কতজন
হইয়াছেন মহাজ্ঞানী অমূল্য রতন,
দিয়াছেন পাড়ি তারা ত্যাগের সাগর
গড়িলেন কতো প্রেমের সমাধী !
দেখিয়া সেই প্রেমের বিশ্ময় ।।


ওহে নারী নর
বলি তোমাদের !
জগতের মোহে না পড়িয়া,
জগতের প্রেমে না পড়িয়া  
প্রভুর প্রেমে দাও সপিয়া !
তোমার মন প্রান ।


সুউচ্চ হবে তব সম্মানের শীর
হইবে খোদার খলিফা এক নির্ভিক বীর,
শেষ বিচারে পাইবে তুমি  যথাযথ প্রতিদান,
খোদা জাহান্নাম তোমার করিয়া হারাম জান্নাত করিবে দান ।।