বলি শোন ও ভাই !
এই দুনিয়ায়
অর্থ লোভী সবাই,
আজ অর্থ বিহীন এই দুনিয়ায় সবকিছু পর ভাই ।


অর্থের তরে মাথা নত করে জ্ঞানী গুনী সব জন,  
অর্থের জোরে অশিক্ষিত পায় বড় আসরে সম্মান ।
অর্থের লাগি কত ব্যক্তি হয় শান্ত আবার স্বৈরাচারি,
অর্থের কাছে সপিছে যৌবন চেয়ে দেখ কত নারী ।


অর্থই বানায় জাত ও পাত দরিদ্র কিংবা বিত্ত,
অর্থের লোভে খারাপের মাঝেও থাকে বহু লোক মত্ত ।
অন্যায় কে ন্যায় করিবার অর্থই প্রধান অস্ত্র,
অর্থের কাছে বদলিয়ে যায় সংবিধান
নিয়ম নীতি আর শাস্ত্র ।


অর্থের জোরে পায় ক্ষমতা দেখ কত পাতি নেতা,
অর্থ বিহীন চিকিৎসালয়ে মিলে নাকো ভালো সেবা ।
আজ বিশ্ব জুড়ে রাজত্ব চলে যার আছে অর্থ বেশি,
থাকলে অর্থ পাইবে তুমি সব তোমার যা ইচ্ছে খুশি ।