রুখতে পারি সকল বিপদ
      আমি না পাই যেন ভয়!
বীরের মতো সকল সংশয়কে যেন!
     করিতে পারি জয় ।
এই জীবন তরী চলার পথে-
     আসুক যত বাঁধা,
সকল বাধা যেন ভাঙিতে পারি,
    নিজ পথে চলিতে পারি সর্বদা ।
দুস্থ-অসহায়, গরিব-দুঃখিদের পাশে
    দাঁড়াইতে যেন পারি !
অধম আমি প্রভু তোমার কাছে সর্বদা
  এই প্রার্থনাই করি ।
অন্যায় অসৎ পথ থেকে প্রভু,
   দুরে রাখিও মোরে !
আমার জীবনটাকে করিও কবুল!
    সকল সৎকর্মেরই তরে ।
অত্যাচারী-অহংকারী, যত
     সমাজের মাঝে আছে ,
তাদের বিরুদ্ধে ধরিতে পারি অস্ত্র!
     আমি না হাঁটি যেন পিছে ।
সেই সৎ সাহস আর সেই মনোবল
    স্ফুটিত করে দিও তুমি মনে!
কেবলমাত্র এই প্রার্থনাই করি তোমারই কাছেতে প্রভু,
     পূরণ করিও এ জীবনে !!