আমি দেখিনু কভু তব কাজল কালো
আবেগি নয়নের পলক,
শুধু আড়াল থেকে দাঁড়িয়ে!
তব চন্দ্রিমা বক্র ঠোঁটের
মুচকি হাঁসি দেখেছি এক ঝলক ।


তব হনুতে হাঁসির আদলে
উৎপন্ন দৃষ্টি নন্দিত সুশ্রি,
মন মাতানো টোল ।
তব বদনে দৃষ্টি রাখিয়া,
অন্তর মাঝে উৎকন্ঠা জাগাইয়া;
করিয়াছি একোন ভূল ।।


ভূলের মাশুল খুজিতে,
মন যে চায় তব নিশ্বাসে মিশিতে;
তব প্রেমেরই স্বাদ গ্রহনে হয়েছি অধৈর্য ব্যকুল ।
না চাওয়া স্বত্বেও জড়িয়ে পড়ছি
তব ভাবনায় প্রতিক্ষন ডুবিয়া রয়েছি
তব স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষায় হইয়াছি আকুল  ।
আসিবে কী তুমি?
এই জীবনে ফোটাতে প্রেমের ফুল!