হিম হাওয়াতে তপ্ততা দূর
        শীতের আগমন সারা দেশে,
দৃষ্টির দুরত্ব হয় ক্ষীণ বাষ্প, ধূলিকণা ভরা
        প্রহেলিকার সমাবেশে  ।


শীতের প্রকটে বৃদ্ধজনে থর থর কাপে
       পৌষ ও মাঘের প্রভাত বেলায় ,
শিশির কনা ছড়ায় তাহার মাধুর্যতা
       জমে তৃণ আগাছার ডগায় ডগায়  ।


রৌদ্র পোহায় জনে জনে
       একটু উষ্ণ হতে,
ঘরে যরে নবান্নের আমেজ
       ব্যস্ত নারী পিঠা পুলি তৈরিতে ।
রং বাহারি গরম পোশাকের মেলা
     যায় দেখা শীত কালে,
যায় কেটে দিন ধনীদের বেশ
       অসহায়ের অতি কষ্টে দিন চলে ।