প্রভাতের রবির রক্তিম আভাতে প্রভাতী
গান শোনাতে কাছে তোমাকে চাই !
সেই মধুর সুরে যে সুরে ভোরের পাখি গাহে গান,


মিহি দানা তুল্য শিশির বিন্দুর প্রতি কনাতে তোমাকে চাই !
ওই মুক্ত রাশির মতো অপরূপ
রুপের স্বাদ গ্রহণে জুড়াইবো মোর প্রান ।


দ্বিপ্রহরের উজ্জল দিপ্ত আলোতে তোমাকে চাই
যেই আলোয় আলোকিত হবে এ জীবন;


পুর্নিমার ঐ ইন্দ্রজালীক জোৎস্নার অন্তরালে তোমাকে চাই !  
জোৎস্নাভরা তোমাতে আলিঙ্গনের স্নানে
মিটাবো হৃদ দহন ।


তমিশ্রা নিশির প্রতিটা উজ্জল নক্ষত্রের মাঝে তোমাকে চাই !
নির্জনে বসে দৃষ্টি ক্ষুধা লাঘব করিবো
দেখে বারে বার ,


নিষুপ্তির স্বপ্নের মাঝেতে তোমাকে চাই !
যেই স্বপ্নতে স্বপ্নপুরীর রাজা হবো আমি
রানী করিবো তোমার ।


সবখানেতেই শুধু তোমাকেই চাই !
অর্ধাঙ্গী হিসেবে তোমাকেই চাই  !
তাই দিবা নিশি প্রার্থনা জপি প্রভুর তরে
আমি যেন তোমাকে পাই ।


তুমি আমার ভালোবাসার রাজ কন্যা,
আমায় তোমার বুকেতে দিও ঠাই ।


▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫
তুল্য / মত  -  তমিশ্রা / আধার / অন্ধকার
নিষুপ্তি / গভীর ঘুম / নিদ্রা