এইতো সেদিন একেলা বসে বসে
ভাবছি তোমায় নিয়ে,
ঐ নির্জন নিস্তব্ধ ঢেউ হীন প্রশান্ত নদীর তীরে ।


চেয়ে চেয়ে দেখছি সূর্যাস্তের বেলা  
নয়নাভীরাম অপরূপা সেই সাজ ।
কুসুমবর্ণ ঐ আকাশ যেন
শিল্পীর রং তুলিতে আকা নিপুণ কারুকাজ ।


ডানা মেলে পাখীদের নিড়ে যাওয়া দেখে এ মনও চাইছিল উড়ে যেতে,
তোমার হৃদয় আঙিনায়
চাইছিল তোমার হস্তস্পর্শ পেতে  ।
বারে বার চাইছিল মন
যদি পেতাম তোমায় এই সন্ধ্যা ক্ষণে,
ভাব জমিয়ে মিশে যেতাম দুজনাতে
স্নিগ্ধ এ সন্ধ্যা হত প্রেমগাথা স্মৃতির আদলে মোড়া,
ছন্দের সুরে দুজনে মিলে করিতাম পাঠ প্রেমগাধা গদ্য কবিতা ছড়া  ।