যখন সন্ধ্যারাতে
শুয়ে থাকি বিছানাতে।
হাতে রেখে হাত
নিজের হাতে।
বারান্দা বেয়ে আসে জালিকাটা আলো
অন্ধকারে চোখ সয়ে গেলে
অন্ধকার বাড়ে আরও।
আমার পাঁজর গুণে গুণে
সময় বয়ে যায় ঘুরে ঘুরে
প্রভু আসে প্রভু যায়
বদলায় রং
আমার আকার।
উড়ো উড়ো হলুদ প্রজাপতি।
দেখা হবে স্বর্গের লাশকাটা ঘরে