এখন গতকালকে বহুদিন আগের মনে হয়।
একটা রাত ঘুম ভাঙতে ভাঙতে অনেকগুলো রাত হয়ে যায়।
সারাসকাল স্বপ্ন দেখতে দেখতে চোখ জ্বলে উঠে।
পুরনো দিন ভাবলেই ছাই উড়তে শুরু করে।
সে কিহ ভীষণ গন্ধ,


একটা কালো পুকুর এসে দাঁড়ায়।
ঘাটলায় বসে পা ধুয়ে দাঁড়াই
কিন্তু কিহ অন্ধকার
খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না।
তবুও কাছে এলে
সব মুখোশ খুলে খুলে যাচ্ছে।
একটা একটা রাত গতকালের বহু পেছনে পরে যাচ্ছে।