আমাদের দুঃখ আছে
বলতে নেই
বললে ওজন কমে যায়


দুঃখের দুঃখ কমে যায়


দুঃখ লালনের
পালনের
পরিপুষ্ট হলে সুন্দরও লাগে।
বললে, প্রতিশোধ নিলে, বিশ্রী হয়ে যায়।


আমরা তো সুন্দর।
নোংরা হবো কেন?


গালি দিয়ে ঝগড়া করে নোংরা তাও হচ্ছি তো। এসো
রাতে জড়িয়ে ধরে ঘুমাই
সকালে যেন গোসল শেষের মতো পবিত্র লাগে।


আর দুঃখ ফুল গাছের মতো হোক
আমার চোখ দুঃখ ফুল
আমি দুঃখীত
আমি মাথা নত করে দাঁড়াই।


দুঃখকে
অর্থাৎ আমাকে সুন্দর লাগুক।