জীবনের দিকে তাকিয়ে দেখেছি এক ভূত।
স্বর্গের ছেলে,
তুমি জানো নাই কোনো দিন দোজখের পথ।
আজীবন যারা দ্রুতগতিতে ঢুকে এসেছিল জীবনে, তারাই তাড়া দেখিয়ে চলে গেছে।
রাগ হয়, রাগ হয়।
কিন্তু আমি তো ছোটো বেলায়ই শিখেছি গান,
তোমার দিকে তাকালে আদর হয়।


শীতের ট্রেনের মতো মায়াবতী জীবন,
তুমি অনেক দূরে নিয়া যাও
কুয়াশার মতো ঝাপসা করে রাখো
আমি যেন কোনো দিন না চিনি পথ।
আমি যেন পৌঁছে যাই একদিন
বাড়ির স্টেশন।