ও পাড়েতে তোমার বসবাস
                      আমি থাকি এপাড়ে
ব্যস্ততায় তা দিয়ে বসে আছি
                             সময়ের গতরে
কত ফুল ফোটে যায় কাঁশবনে
কত মধু ঝরে যায় আনমনে
কত মালা শুকিয়ে যায়
                          সময়ের অবগাহনে
শুধু আমি আর তুমি দূরে বহুদূরে
            উত্থিত জীবনের সন্ধ্যাক্ষণে।


সময়ের ইতিহাস বড়ই নির্মম
মিশে গেছে কত শত সভ্যতা
ঠাই দাড়িয়ে আছে ট্রয় নগরী
মুছে গেছে তার সকল সৌখিনতা।


মনের উঠোনে বসে আছি
কখন আসবে গগন জুড়া মেঘ
ভিজে যাবো আমি সমস্ত
তোমার ভালোবাসার বর্ষণে।।