সুন্দর ধরণী

কত গুলো ভোর জমা হয়ে আছে
উঠেনি কো আলোর রবি!
কত গুলো দিন খসে খসে গেছে
কেউ আঁকেনি রঙ্গিন ছবি।
কত গুলো রাত নিঝ্ঝুম নিরাকার
জ্যোতিহীন তিমির অন্ধকার।
কত গুলো সাঁঝ বিবর্ণ মলিন
করছিল শুধু হাহাকার!
কত গুলো ফুল নিরবে ঝরে গেছে
হয়নি তো মধু আহরণ
কত গুলো টোল অজস্র বয়ে গেছে
কেউ তো এঁকে দেয়নি চুম্বন
কত গুলো পালক অনর্থক ঝরে গেছে
কেউ তো পারেনি উড়াতে
কত গুলো বাতি দিব্যি গলে গেছে
কেউ তো পাড়েনি জ্বালাতে
কত গুলো সময় গত হয়ে গেছে
মলিন পৃথিবীর মাঝেতে।
কত গুলো মানুষকে জেগে উঠতেই হবে
সুন্দর ধরণী সাজাতে।