সোহাগ মেখে পরান খুলে ডাকি বউরানী  
স্বপ্নদেখি তুইযে অামার লক্ষী ঘরোনী              
কথার পরে কথা সাজাই ,সাজাই প্রেমোমালা
তোর মেহেদি রাঙা হাতে দিবো রেশমি চুড়িবালা
রূপদেখি না কত দিন মন যে উতালা
কষ্টচেপে হাসি অামি এইতো অামার খেলা


ছোট্ট ছোট্ট বায়নাগুলো দিলাম অাজ করব
হাসিখুশির দিন চলে যায় নিলি নারে খবর
নিরবধি পোড়া চোখে ঝরে পানি
স্বপ্নদেখি তুই যে অামার লক্ষী ঘরোনী


মন ছুটে যায় মনের কাছে তোর দুয়ার যে বন্ধ
অামার চোখে তোরই ছবি বাকি সবই অন্ধ
অনুভূতির হাজার রঙে তোমারে সাজাই
তেপান্তরের মরুতে একলা বাঁশি বাজাই


নিশি জেগে শশী দেখি যেন তোরই মুখ
বেজে ওঠে করুণ বীনায় না পাওয়ারই দুখ
দিবস নিশি গুমরে কাঁদে বিরোহী মনের বানী
স্বপ্নদেখি তুই যে অামার লক্ষী ঘরোনী