নীরব দীঘির মত স্ফটিক চোখ
ওচোখের গভিরে তারায় তারায় মহাকাশের মানচিত্র
অনুবাদ করতে পারিনা . . .
নীরব বিস্ময়ে জেগে ওঠে পঞ্চইন্দ্রিয়
তুমি যদি নদী হও—কচুরী পানার মতো ভেসে যাই
তুমি যদি মহাকাশ হও—অসহায় নক্ষত্রের মতো কৃষ্ণগহ্বরে বিলীন হই
আমার ষড়রিপু বিবর্ণ ধূসর...কল্পনার সবটুকো রঙ নিংড়ে দিয়ে
তোমার অপার রহস্যের রাজ্যে আমি এক নতজানু প্রজা


পৃথিবীর মানচিত্রে চিহ্নিত হয়নি যেসব পথ
সেসব পথের বুকে পদচিহ্ন তোমার
'হাজার বছর ধরে' পদব্রজে আমি ক্লান্ত অভিযাত্রি এক
তুমি যেন দূরে নান্দনিক নিসর্গের হাতছানি দেয়া দৃশ্যপট
তোমার ফলবতী জমিন জুড়ে রূপকথার চাষ
সে মৃত্তিকা খুড়লেই জেগে ওঠে হারিয়ে যাওয়া সভ্যতার ফসিল
অতলান্তিক সাগরের তলা ছুঁয়ে বুঝে ওঠিনা কিছুই . . .
এতো জলরাশি,মরিচীকাময় মরু, ঘন অরণ্য
দুর্বোধ্যগুহা, রহস্যে মোড়া আকাশ
ফলবতী উদ্যান সবই তুমিই . . . প্রিয়তমা


দূর্গম চূড়া জয়ের অভিযাত্রায় ক্ষত-বিক্ষত দেহ
তোমার ভালোবাসার চাঁদরে ঢেকে দিও ...