অামরা মানুষের অতীত ইতিহাস জেনে গেছি
সেই সাথে অাবিষ্কার করেছি কামসূত্র
যা অাদিম প্রবৃত্তিগুলোর মধ্যে অন্যতম
অবিবর্তিত হুবহু মহাকাল ধরে
এই রকম মৌলিক বিষয় নিয়ে অামরা বিব্রত বোধ করি
অামরা উৎকর্ণ হই অদৃশ্য অপার্থিব বিশ্বাস নিয়ে
যা অামাদের স্বতঃস্ফূর্ত পথ চলায় বিঘ্ন ঘটায়
অামাদের প্রাগৈতিহাসিক ঘোড়ার লাগাম টেনে ধরে
তালা সেটে দেয় জন্মদ্বারে ,কালো কুয়াশায় ঢেকে দেয় অনাবৃত স্তন
অামরা সব কিছু উপেক্ষা করে
উৎতপ্ত সঙ্গম মরুতে ছুটতে ছুটতে
সেই সব স্পর্শকাতর অপার্থিব বিশ্বাসের দ্বার উন্মোচন করেছি
হ্যা . . . রতিক্রিয়া যা এখানে দুষ্প্রাপ্য—
স্বর্গে তার প্রাচুর্যের অাশ্বাস দিয়ে
কালে কালে টিকে অাছে সেই অপার্থিব অদৃশ্য ঠুনকো ঈশ্বর