কালে কালে বিধ্বস্ত জনপদের ঈশ্বরের অধিনস্থ হে মানুষ
বা মহাকালের ধারায় বিবর্তিত হে কর্ডাটা পর্বের প্রাণি
অামাদের এই উপনিবেশ ভূমি থেকে
পুঞ্জিভূত শতাব্দীভর ধ্বনিত হচ্ছে কাতর ভায়োলিনের সুর
সদ্য জন্মানো জাতক যা অামাদের শ্রেষ্ঠতম সম্পদ
অঙ্কুরিত গমের মতো বেড়ে উঠছে
মূলত তারা জমিনে সাম্যহীন প্রেতসঙ্কুল ভূতুরে বায়ে অভিশপ্ত
চেতনার চার পাশে গাঢ় হয়ে অাসে অন্ধকার
অন্ধকারে নিমজ্জিত মহাকালের সমস্ত অধ্যায়
সমস্ত চরাচরে কখনো অনুক্ষণ বয়নি সুখের প্রসবন
সমস্ত মানুষ সমস্বরে গেয়ে ওঠেনি মানবতার সংগীত
মাটি অবসর পায়নি রক্তস্নান থেকে
অগনিত বিষ্ফারিত চোখ, কেঁপে কেঁপে ওঠে কিছু কুটিল চোখের চক্রান্তে
বৌদ্ধ পূর্নিমা এবং সহিষ্ণু প্রকৃতির যা কিছু সুন্দরতম
অকস্মাৎ বিষ্ফারিত চোখের নীরব অশ্রুতে দৃশ্যপট ডুবে যায়
পীড়িত চোখের কর্নিয়ায় গেথে থাকে দৃশ্যপটহীন ক্যানভাস


ধ্যানমগ্ন মুনি ঋষির অাত্মার অার্তনাদ রক্ষিত. . . জাদুঘরে
অদৃশ্য দেবতাদের দৃশ্যমান ঐশীবানি . . .হিমায়িত শতাব্দীর স্বর