তাৎপর্যহীন আলোর উৎসবে
নির্বাসনে জ্যোৎস্নাধারা
মেকি আলোর ঝলকানিতে
মুখোশের আড়াল থেকে বেড়িয়ে আসে রক্তপিপাসু দন্তপাটি
ছাপ্পান্নো হাজার বর্গ মাইল যেন লোভ-বাসনার অচিন দেশ
কালো যজ্ঞের ডামাডোলে ভূতুরে উপত্যকা পৃথিবী


সঙ্কটময় শতাব্দির নগ্ন উত্থানে
সুবিধে নেয় ধ্বজভঙ্গ শিশ্নের কতিপয় পিশাচের দল
পৃথিবীকে আপেল ভেবে বিধিয়ে দেয় দু্র্গন্ধ মুখের বিষাক্ত দাঁত
গভীর ক্ষতে গোঙানী ছারে জগতজননী, তার ওপর জড়ো হয়
ঈশ্বরে মাথা ঠোকা অসহায় মানুষের সারি . . .


মৃত মানুষের গন্ধে ভরে ওঠে উপাসনালয়
পৃথিবীর অলিগলিতে সেঁটে থাকে বাঁচার ভান করা অন্তর শূন্য জীবন্ত খোলস
যারা কোটরে যাওয়া চোখ দিয়ে চেয়ে দেখে দূর নীলে স্বপ্ন চুরি করা চিল


অতঃপর জাতিসংঘের কর্তাদের অট্টহাসির সঙ্গে খিল খিল করে হেসে ওঠে দানবাক্স নির্ভর অসাড় ঈশ্বর . . .