আমি দেখেছি তোমার সুখ
           অগ্নিস্বরুপ নদীতে,  
আমি ভেবেছি তোমার মন
           ভালোবাসায় বাঁধিতে।
আমি খুঁজেছি তোমার দুঃখ
          অধিক মান অপমানে,  
আমি বেঁধেছি আমার নিজেকে
          ভাগ্যের সংগ্রামে।।
আমি দেখেছি সেই
            জিন্স পরা মেয়ে,  
আমি বাঁকা আঁখিতে
            থাকলাম অনেক চেয়ে।  
আমি দেখেছিলাম সেই
             পাতলা তনু খানি,  
আমি তাহাকেই আমার
            পরিবর্তন বলে জানি।।  
আমি শুনলাম সেই
            কচি কন্ঠের ডাক,  
আমি দেখলাম আমার
            অদূর জীবনের বাঁক।
আমি দেখলাম তার
             দীঘল কালো চুল,  
আমি শত্রু বলে ভেবে তাকে
             করলাম বড় ভূল ।।