দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ আর নীল আকাশ


শুভ্র মেঘের আনাগোনা, প্রকৃতি আজ চির চেনা,


দিক্ষণালী বাতাস বইছে শুধু নিরবধি


গাছে গাছে কচি পত্র, এই যেন বসন্তের প্রকাশ।


রিক্ত শৈত্যে শুন্য বৃক্ষশাখা প্রকৃতির এই উগ্র কোমলতা


হৃদয় ছোঁয়ানো ফাল্গুনীর ভাবনা চৈতালী হাওয়ায়


আজ মনটা সত্যিই ভালোবাসায় মাতোয়ারা।।


কি যেন নেই! ভাবনাখানি শুধু আসে বারে বার


ফুলে ফুলে প্রজাপতি, কুহুকের ডাকে পূর্ণ হল শুন্যতা।


এই ধরা সেজেছে আজ ফাল্গুনী কন্যা


বসন্তের আগমনী বার্তা নিয়ে নন্দনকাননে ।।  


মানব মনে বইয়ে যায় ভালবাসার বন্যা,


প্রেমে পূর্ণ রঙ্গিণ জীবন একগুচ্ছ গোলাপের নিবেদনে।।