এক মুঠো নয় অফুরন্ত বিশ্বাস দেব
সুযোগ পেলে যত্ন করে আগলে রাখবো
যখন নিজে ঠকেছি বার বার
শিখেছি নতুন করে সম্পর্কের মূলাধার।
ঠকতে চাই নতুন করে ঠকাও যদি তুমি
কথা দিলাম ঠকবে না এটাই হলাম আমি
মুছিয়ে দেব পুরোনো স্মৃতি অতি যত্ন করে
ভবিষ্যৎ না হয় পরে ভেবো বর্তমানে সয়ে
হারিয়েছি অনেক কিছু অনেক শুন্যতায়
তবুও  হাল ছাড়িনি আজও স্বপ্নের অপেক্ষায়
দেখেছি ভালোবাসার চোখে তাই ভালো লাগে
অভিমানী নাই বা হলে ভালোবেসেছি বলে
দেখতে চাই তোমার তীব্রতা যদি সইতে পারো
বাঁচার লড়াইতে সবাই লড়ছে সত্যি এটি বড়ো
পেয়ে হারাবার দীর্ঘিস্বাসে বছর কেটেছে
দুচোখ শুধু শুন্যতা পূরণের  মানুষ খোঁজে
সুযোগ পেলে এক মুঠো নয় অফুরন্ত বিশ্বাস দেব