এমন একটা চাঁদনী রাতে
তোর হাত যদি আমার হতে থাকে
বনানী আলোকিত হতে পারে
পেঁচার দল মুচকি হাসতে পারে
কোটি তারার মধ্যে দু একটি
ঝরে পড়তে পারে তোর গায়
প্রাণ জল হতে পারে নদীর সংগীতে
থেমে যেতে পারে শেয়ালের কাঁদ্‌নি
জ্যোৎস্নায় টল্‌মল নদীর জলের,
দু একটা কণা আসতে পারে তোর পায়
হাওয়া রা ফিস ফিস শব্দে তোর কানে,
বলে যেতে পারে খুব ভালোবাসি
ডিঙি নৌকা থেকে ভেসে আসতে পারে
ক্লান্ত মাঝি দের ভালোবাসার সতন্ত্র গান
সব টুক অব্যক্ত আধার ধুয়ে যেতে পারে
বিষণ্ণ নীরস মনের কোনায় কানায়
প্রকৃতির বুকে থেকে জাগতে পারে
উন্মুখ স্বপ্ন বাসনার বিচিত্র অনুভূতি
আমরা সকল কালো মেঘ সরিয়ে দিয়ে
আকাশ মেলতে পারি।