সংকোচ নেই জানাতে আজ ,
রিক্ত এই মন।
শহরের ঠোঁটে চুমু খায় ,
একলা আবাসন।
দূর আকাশে প্রদীপ জ্বালতেই,  
চেয়ে আছি।
গোধূলির আলো নিভতেই ,
সন্ধ্যা তারা হাসে।
তবুও কিছু ইচ্ছে জয় করতে ,
তোমাকে চায়।
কিছু কিছু সম্পর্কের ,
কোনো নাম হয় না।
শুধু হৃদয় এর মাঝে ,
হৃদয় জুড়ে যায়।
ঈশ্বর সৃষ্ট সভ্য পৃথিবীতে ,
অপেক্ষা করবো।
জানি না কবে শুনবে ,
এ মনের ধ্রুপদী সঙ্গীত।
যদি পর জন্ম থাকে ,
বাউল জন্ম নিতে চাই না।
হয়ত মনের প্রাঙ্গন জুড়ে ,
তুমি একটা ভুল।
জানি এ এক জমাট অনুভূতির,
হৃদ স্পন্দন।
তবুও ভালোবাসি ,
সন্ধ্যা নামলেই জোছনাকে।
এ মনে আজ রঙিন আলোর,
উত্সব হয় না।
তবুও  বুকের মাঝে ,
অলীক স্বপ্নের ঘেরাটোপ।