অতিরিক্ত শাসনে বলে ফেলা কিছু কোথায়,
জানি ঝরেছিল তোমার চোখের জল।
অভিমানে জেদে ছুড়ে ফেলে দিতে আমায়,
মরিয়া তোমার অভিব্যক্তির আস্ফালন।
ভেবেছিলাম করবে প্রমান আমি একজন,
মিথ্যে ভাষী বেজায় আমিত্বের অধিকারী।
পারলে না আমাকে মিথ্যে জেদী নষ্ট ভাষী,
প্রমানে উপেক্ষিত করে  বুঝিয়ে দিতে।
বুঝিয়ে দিলে সঠিক আমি, আমার আমিত্বে।
বুঝিয়ে দিলে আমি যা বলেছিলাম সব সত্য
জ্ঞানহীন উপদেশ দেবার রুচি বোধ আমার নেই।
মূর্খের কাছে কি বা জ্ঞান কি বা অজ্ঞান
অন্ধকারে হারানো মানুষদের আলোতেই ভয়
আলোর সমৃদ্ধ তারা দহনে  অনুভব করে
ভাসমান গ্লানির দহন তখন যৌবন কে ছুঁতে চায়
তুমিও এগিয়েছ সেই পথেই প্রতিশ্রুতির আড়ালে
আমার সর্বশেষ হৃদয় ভঙ্গের ঘটনাটি তখন ঘটেছিল
আজ আমার কোনো শাসন  নেই অভিমান নেই
মুক্ত তুমি তোমার পথ, এগিয়ে যাও আমার শুভেচ্ছায়।
বিধ্বংসী আবেগী ক্ষতির ক্ষতিয়ান আজ বুঝবে না।
সময় বুঝিয়ে দেবে আলোর সমৃদ্ধি অতিরিক্ত দহনে।